আমি অফিস থেকে বিদায় নিয়ে আসলাম 30/01/2015 তারিখ রাত 10.40 মিনিটে।
অফিসের Bossদের বলে আসা হলেও বলে আসা হয়েছিল না আমার ঘনিষ্ঠ কলিগদের।
কিন্তু আমি দেখেছিলাম যে আমার অফিসের থাকাকালীন সময়টুকু স্মরণীয় করে রাখার
জন্য মর্তজা সাহেব এবং আরমান সাহেব তারা দুজন উঠে পরে লেগেছিল। কিন্তু আমি
তাদেরকে ধৈর্য্য ধরতে বলেছিলাম। পরক্ষনে শ্রদ্ধেয় হাবিব ভাই, মর্তজা ও
আরমান ভাই আমাকে New Market এ একটি আয়োজনে আসতে বাধ্য করল । কি চমৎকার
মানবতা আমি লক্ষ্য করলাম আমার ঐ তিন ভাইয়ের মধ্যে। অবশেষে 01/02/2015 তারিখ
সন্ধ্যা 6.30 মিনিটে হাবিব ভাই অফিসের সকল কলিগদের জড় করলেন New Market
ময়দানে কেবলমাত্র আমাকে স্মরণীয় করে রাখার জন্য। আসলে সমাজে কিছু কিছু
মানুষ আছে যাদের মন মানষিকতা অনেক বিশাল হয়ে থাকে। যাদেরকে ভুলে যাওয়া
একবারেই অসম্ভব। আর সে ধারাবাহিকতার তথা মানুষত্যের প্রমাণ রাখল -
হাবিবুর
মর্তজা এবং
আরমান ভাই।
আসলেইএদের আন্তরিকতার কোন অভাব নেই। এদের অন্তর, মন মানষিকতা খুবই বড় মাপের।
আর সে কারণেই সব ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যের সিরি বেয়ে হৃদয়ের সবটুকু শ্রদ্ধা, স্নেহ ও ভালবাসার সহিত একটি চমৎকার Gift Hamper এর মাধ্যমে অমাকে আনুষ্ঠানিক বিদায় তথা স্মরণীয় করে রাখার জন্য যারা New Market ময়দানে এসেছিলেন তারা হলেন --
1. হাবিবুর
2. হাফিজুর রহমান জনি (Senior sir of Moylapota clipping design) এনার আন্তরিকতার কোন অভাব নাই।
3. মর্তজা
4. আরমান
5. ঝুমা মেডাম (Senior Madam)
6. শান্ত ইসলাম
7. বাপ্পি খান
8. লাবণী জারা
9. ইয়াসমীন মেডাম
10. রিমা TMN Adhora
11. নাসরিন আক্তার (সাদাসিদে মানুষ) ভাল
হাবিবুর
মর্তজা এবং
আরমান ভাই।
আসলেইএদের আন্তরিকতার কোন অভাব নেই। এদের অন্তর, মন মানষিকতা খুবই বড় মাপের।
আর সে কারণেই সব ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যের সিরি বেয়ে হৃদয়ের সবটুকু শ্রদ্ধা, স্নেহ ও ভালবাসার সহিত একটি চমৎকার Gift Hamper এর মাধ্যমে অমাকে আনুষ্ঠানিক বিদায় তথা স্মরণীয় করে রাখার জন্য যারা New Market ময়দানে এসেছিলেন তারা হলেন --
1. হাবিবুর
2. হাফিজুর রহমান জনি (Senior sir of Moylapota clipping design) এনার আন্তরিকতার কোন অভাব নাই।
3. মর্তজা
4. আরমান
5. ঝুমা মেডাম (Senior Madam)
6. শান্ত ইসলাম
7. বাপ্পি খান
8. লাবণী জারা
9. ইয়াসমীন মেডাম
10. রিমা TMN Adhora
11. নাসরিন আক্তার (সাদাসিদে মানুষ) ভাল
No comments:
Post a Comment